ছোট শিশুটি যখন কৈশোরে পা দেয়

ছোট শিশুটি যখন কৈশোরে পা দেয় তখন তার শরীর এবং মন পরিবর্তনের মুখোমুখি হয়। তাদের মনে বহু প্রশ্ন আসে, শরীরের হঠাৎ পরিবর্তন ওদের অনেক সময় কিঞ্চিত অসহায় করে তোলে। এই সময় বড়দের উচিৎ ওদের প্রতি কঠোর না হয়ে বন্ধুসুলভ আচরণ করা। ওদের মনের প্রশ্ন গুলোর উত্তর জানতে সাহায্য করা। ওদের এই প্রশ্ন গুলোর উত্তর জানাতে আমাদের এগিয়ে আসতে হবে । নাহলে এই প্রশ্নের উত্তর ওরা অন্য ভাবে খুঁজে বের করবে। যদি ওদের উত্তর দাতা ভাল হন তাহলে তো ভাল আর যদি উত্তরদাতার উদ্দেশ্য ভাল না হয় তাহলে ঐ শিশুটি ভুল পথে চলবে
ওরা আমাদের কাছে অথবা মাধ্যমে যেন সঠিক নির্দেশনা পায়। এ ভাবে ওরা সঠিক শিক্ষা পেয়ে সমাজে একজন ভাল মানুষ হিসেবে গড়ে উঠবে। তাই সন্তান যখন কৈশোরে পদার্পণ করে এ ব্যপারে আমাদের এগিয়ে আসতে হবে । ওদের বন্ধু করে নিতে হবে। ~ CR1057FB_IMG_1458105763386


2 comments


Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.