বয়স্ক বিয়ে

ফেইস বুক এর একটা বাংলা প্রোফাইল এর কমেন্ট পড়ছিলাম। একজন বয়স্ক লোক আরেকজন বয়স্ক নারীর সাথে প্রেম হয়ে তারা বিয়ে করেছেন। দুজনই জীবনে একা ছিলেন। তাঁদের নাতি নাতনি রা সবাই তাদের লাইফ নিয়ে ব্যস্ত । ওনারা বিয়ে করলেন। তাই সবাই তাঁদের ব্যঙ্গ করে কমেন্ট করেছে। শালা বুড়োর ভীমরতি ধরেছে। আরো অনেক অশালীন কথা। আমি এদের বিয়েতে কোন দোষ দেখিনা। বিয়েটা হোল দুটো জীবনের একত্রে বন্ধু হিসেবে একে অন্যের পাশে থাকা। এই বন্ধুত্ব আরো বেশি প্রকট হয়, যখন মানুষ বার্ধক্যে পা বাড়ায়। বার্ধক্যের এই বিয়ে শারীরিক প্রয়োজনের চেয়েও মানসিক সাপোর্ট এর জন্য বেশি দরকার। যখন ছেলে, মেয়ে নাতি, নাতনি যে যার কাজে ব্যস্ত । তখন একজন বন্ধু তার বড্ড প্রয়োজন। যে তার পাশে থেকে অন্তত তার কথা শুনবেন। অনেকে শুনেছি বাবা এবং মা কে আলাদা করে একেক ভাই বোনের কাছে রাখেন ভাগ করে। এটা ও একদম অমানবিক।
আর পৃথিবীর ইতিহাস পড়লে দেখা যাবে ভালবাসা কোন বাধা, বিঘ্ন, নিষেধের পরোয়া করেনি, বরং এসব উপেক্ষা করে চিরজয়ী হয়েছে। মানুষ যত দিন বাঁচবে সম্পর্কের এই রহস্য ততোদিন ই থাকবে । #CR1067

993555_1145215988823324_6009896658342628777_n

Senior couple sitting in a row boat


Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.