শুভ বাংলা নববর্ষ ১৪২৩

পাখির নরম পাখার ডানায় লিখে দিলাম নববর্ষের নাম। ভুলে যাও সব কষ্ট, ক্লান্তি, ক্লেদ, সব ভুলভ্রান্তি, এ জীবন তো চলবেই যত দিন আমরা বেঁচে আছি। নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর শান্তিময়
এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ । ।। বড়োদের জানাই সালাম। ভালো কাটুক সকলের আগামী বছর টা ।। সকলে ভালো থাকুন ।। সুস্থ থাকুন ।।

শুভ নববর্ষ ১৪২৩। আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ নতুন বছর উৎযাপন করার সুযোগ আমাদের সবাকে দেবার জন্য। আল্লাহ আমি জল ভরা চোখে অন্তর থেকে বলছি অনেক ভালবাসি তোমায়। বড্ড ভালবাসি তোমায়। ক্ষমা করে দাও আমাদের সবাকে। সঠিক পথে থাকার জ্ঞানে জ্ঞানী করো সবাকে। আমি ভাল করে কাব্যিক ভাবে শব্দ বসাতে পারিনা। তুমি আমার অন্তর টা দেখে নিও গো । CR1074

1601041_754709617897036_9034707620910814182_n (1)

 

 


Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.