Mind Cleansing

Some of you need lot of cleansing. I can feel it. I don’t say it but I see every activities of you. Please work on it. If not you will fall on your own trap. Don’t forget everything come back to you. It is a universal law. Be kind to others. It doesn’t cost a penny. ~CR

fb_img_1485835538895

জীবনকে ভালবাসুন

আমাদের পবিত্র আত্মা এবং অন্তরকে কষ্ট  দেয়া টা একদম ঠিক নয়। যে সব কারন গুলো আপনার মনে কষ্ট দেয়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। হয়তো ভাবছেন আমি এসব কেন বলছি? আবার অনেকেই বলেছেন নিজে অনুভব না করে অন্যকে উপদেশ দেয়া অনেক সহজ।

বিশ্বাস করুন , আমি যা কিছু আপনাদের বলি তা আমার অভিজ্ঞতার আলোকে আলোকিত হয়ে জেনেছি। এবং তা আপনাদের মাঝে শেয়ার করি। আমাকে আজকের আমিতে আসতে অনেক কাঠ খর পোড়াতে হয়েছে। আমাকেও অনেক কটূক্তি শুনতে হয়েছে। আমি কি করেছি জানেন? অন্যের ছুঁড়ে দেয়া ঢিল জমিয়ে প্রাসাদ গড়েছি। কারন আমি আমার মন এবং অন্তর কে সমন্বয় করে পথ তৈরি করে এগিয়েছি।

আমি অনেক বড় স্বপ্ন দেখতাম। তারপর সেই সপ্ন অনুযায়ী আমি এগিয়েছি। অনেক ধৈর্য এবং অধ্যবসায় আমাকে পৃথিবীর অন্যতম দেশের গুরত্ব পূর্ণ দায়িত্ব নিতে সাহায্য করেছে। আমেরিকার হোমল্যান্ড সেকুরিটির মত স্থানে দায়িত্ব পালন করছি। আমার অফিস এমন এরিয়াতে যেখানে আমরা কয়েকজন মাত্র ঢুকতে পারি। কেন এটা ??

কারন আমরা নীতিবান, বিশ্বস্ত মানুষ। যাই হোক এসব এজন্য বললাম তার কারন , জীবনের এই মঞ্জিলে এসে এটা জেনেছি মন, অন্তর এবং আত্মাকে কষ্ট দিতে নেই। আমি জানি যখন আপনাদের কষ্ট অনেক তীব্র আমার কথা শুনতে আপনাদের ভাল লাগবেনা। তবে হ্যা আমার কথা আপনাদের আশাকে ফিরিয়ে আনতে পারে। আর আমি এটাই করতে চাই। আপনাদের আশাকে বাঁচিয়ে রাখতে চাই। আমারা সবাই অসীম শক্তির অধিকারী। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার মাঝে কত শক্তি লুকিয়ে আছে।

আপনার আত্মা আপনাকে প্রতিটি মুহূর্তে নিঃশর্ত ভালবাসা দিয়ে বাঁচিয়ে রেখেছে। সে কি আমাদের কষ্ট পাবার যোগ্য? কখনই না। আপনাকে উঠে দাড়াতে হবে। লড়তে হবে। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, ইতিবাচক হতে হবে, সুন্দর ভাবনা ভাবতে হবে যা আপনার মনে অনাবিল আনন্দ এনে দেবে। আপনার আত্মাকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। আর আপনি যখন সুখি কেবল তখন ই অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে উপকার করতে পারবেন। আপনার মনের উপর আপনার কষ্ট অথবা সুখ নির্ভর করে। আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের সৃষ্টি করতা আমাদের তত টুকুনই  কষ্ট দেবেন যতটা আমরা সয্য করতে পারি। ছোট ছোট কষ্টের বিনিময়ে আমাদের তিনি বৃহত্তর ভাল কিছু দিয়ে থাকেন। তাই সেই ভাল প্লানের উপযোগী করে তিনি আমাদের  ট্রেইনিং দিয়ে থাকেন। আসলে জীবন বড্ড ছোট কারন পৃথিবীতে তো আমরা

বেড়াতে এসেছি। আমাদের আসল বাড়ি এটা নয়।  তাই বলি কি স্বল্প কালীন ভ্রমনকে উপভোগ করুন।    আত্তাকে শান্তি দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভাল রাখুন ।

15871935_1234938023248953_4956929941751469986_n

Love Life

Please stop hurting your heart and soul. Be brave enough to let go. I encourage you to walk away from whatever is the cause of your mental pain or distress. Please do not focus on the pain. Focus on the lesson and move on.
You may be thinking “what on earth is she saying? Many of you previously commented “It easier said than done”. Believe me, I’ve been there. I have gone through many battles in my life. It takes time and patience.
If your heart and soul are in pain, It’s so difficult to give you advice, but my words may bring your hope back. This is my attempt to give you hope. Your soul is more powerful than you know! It is giving you 24/7 unconditional love. In return, you are not supposed to give it pain. You have to stand back up and put yourself out there again. Focus on happiness. Be confident and be positive. Please try to understand that the greater part of your heartache or sorrows from this point forward is determined by your attitude. Remember Life and God both have greater plans for you. Today’s pain means God is preparing you for fantastic things! Life is very short. We are just travelers here on earth. Fasten your seat belt, relax and enjoy the journey! Sending my healing Love to you.

সুখ

সুখ জিনিস টা খুব একটা কঠিন ব্যপার নয়। সুখ সর্বত্র ছড়িয়ে আছে। আমি সুখকে দেখতে পাই প্রজাপতির ডানায় , বন্ধুর হাসিতে, ফুলের অপরূপ সৌন্দর্যে, অনুভব করি ফুলের সুগন্ধে।
আসলে কি জানতো আমরা যদি এটাকে দরকারি
প্লান এর মধ্যে রাখি সুখ সত্যিই খুবই সহজ জিনিস। সকালে ঘুম থেকে উঠে যখন আমরা প্লান তৈরি করি তাতে আমরা কখন শপিং করবো, কি ব্রেকফাস্ট করব, কি লাঞ্চ করব, কখন লন্ড্রি করবো এসব আমাদের লিস্ট এ রাখি। সুখ এবং মনের শান্তি হোল আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় অথচ সে বিষয়টা আমরা লিস্ট এ অন্তর্ভুক্ত করিনা।
তোমরা কি একবারও আজ ভেবেছো আজ কি করলে তোমার মন সুখী হবে? কি তোমার মনকে আনন্দিত করবে? সেটা কি তোমার লিস্ট এ আছে?
যে সব জিনিস আমাদের মনকে আনন্দিত করে, মনে প্রশান্তি এনে দেয় ,তা আমাদের বেশি বেশি করে করা উচিৎ। আমাদের শরীর সুস্থ রাখার পাশা পাশি মনের শান্তির দিকে খেয়াল রাখাটা খুব ই জরুরী।
এতে হবে কি মনের শান্তি এলে আমাদের আত্মা তৃপ্তো হবে। আমি বিশ্বাস করি
আত্মা যখন শান্ত হয় তখন সত্যিকার সুখ আমাদের জীবনকে সুন্দর করে তোলে !! সবার জীবন সুখী হোক, মঙ্গলময় হোক !! ! ~ CR

15350576_1216496385097367_698772048789307313_n

Release Anger

It is so amazing!! How yesterday some memories hurt you but today they no longer bother you. Why is that ??? It is because in our system it remains as a residue of anger. As long as a drop of anger still remains in your system, it will cause you pain. So try to release anger completely from within. It will help you to bring harmony in your mind. Remember the past is past. we can not change that. So release your resentment on those who cause you pain or distress. You are only hurting yourself with your anger. For your own good, learn from it, and then let it go. I want you to be happy.

 

13177118_1166046733429364_2446503182504837928_n