অন্তর এবং মনের সমতা

আমি বরাবর ই ব্যস্ত মানুষ। তার উপর ইদানিং ব্যস্ততা বেড়েছে, এমন একটা কাজে আছি একটু ভুল হলে দেশের নিরাপত্তা ব্যহত হবে। আবার সিজনাল ফিভার গেলো। সব মিলিয়ে মনটা একটু ক্লান্ত হয়ে পড়েছে। এলো মেলো ভাবনা মনকে উদ্দেশ্য হীন পথে নিচ্ছিল, তখন আমার মনের গভীরের সত্ত্বা ইঙ্গিত দিয়ে বললো, রুমান মনকে শান্ত লেভেল নিয়ে যাও। ওগো সোনা মেয়ে হৃদয়ের শব্দ শোন এবং অনুসরণ করো। ভেবে দেখলাম আমার সত্ত্বা আমাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে। অন্তর এবং মনের সমতা বজায় রাখতে হলে মনকে শান্ত করে হৃদয়ের শব্দ শোনা খুব ই জরুরী । তাইতো মাঝে মাঝে সৌভাগ্য নামক মহান মুহূর্ত আমাদের জীবন দরজায় যখন কড়া নাড়ে আমরা সেটা মিস করি। এই কড়া নাড়ার শব্দটা খুব একটা জোড়ে হয় বলে আমার মনে হয়না।
আমার মনে হয় কি এই শব্দ টা আমাদের হৃদয় স্পন্দনের শব্দের মতই শব্দ করে। তাই মন বেখেয়ালি হলে এটা মিস করা খুব ই সহজ।আমাদের মন খুব ই চঞ্চল। তাই
মনকে শান্ত করুন । অনুভব করুন, হৃদয়ের শব্দ। ওখানেই সৌভাগ্যের দিক নির্দেশনা লুকিয়ে আছে।
আমার মনের ভাবটা বোঝাতে পেরেছি কিনা জানিনা। কারন আমার সাথে অনেক জাঁদরেল লেখক আছেন। তাদের বাংলা এত্ত সুন্দর ছন্দায়িত যে পড়তে শুরু করলে আর থামতে ইচ্ছে হয়না। আমার বাংলা অলংকারহীন। তাই নিজেদের মনের রঙ দিয়ে আমার ছন্দ হীন লেখার অর্থ টা বুঝে নিবেন সবাই !! ভাল থাকবেন সবাই.

 

listen_to_your_heart_by_jojoesart-d9kcsyt

Enjoy Life

Sometimes we worry about what other people say. :D. Wish we could ignore that. I feel it
isn’t wrong, sinful, or nonspiritual to be happy and to have fun. This is a never ending process. You can’t graduate from this school until you learn to be joyful. Love your family and true friends. Have fun instead of complaining each other.

Even though its easy to forget at times, family is the most important thing in the world. This could mean your mother, your father, your siblings, your spouse, your grandparents, your aunts, your uncles, your cousins, your in-laws – but for some, its simply those with whom we share unconditional love. I LOVE YOU divinely ❤ ❤ ❤img_20160114_021444

Challenges and Growth

We should continue to do our best and quality work. No matter the size of our audience. Do not worry!! Keep up the good work. Please just hang in there. God is observing your pain. Your hardship.
Always remember obstacle are opportunities for growth. Without challenges you cannot unlock your full potential. The world needs the fullness of who you are, and it is through your experiences in life that you unfold into thato fullness. Yes Challenges are gifts for growth . Your hard work for humanity has been appreciated. You will be rewarded by God. God sent us in this world for a specific assignment . Please continue perform your quality job for the world. Keep faith in the process of God

Photo : selfie (Choitalyk Ruman )

Healthy Relationship

To build a great relationship think it over and over again. You should not be driven by emotion. Take your time; get to know that person well. It is very important to know their views on life, their views on family, their values, their view on relationships and love. There is nothing to rush! Create a healthy relationship with that person. If they are not interested in a healthy relationship, then this may not be what you’re looking for. Always keep this in your mind, find someone who is sincerely and patiently willing to share and build something wonderful with you

11002510_780661911981712_832721005855369187_n

 

কিছু মানুষ

কিছু কিছু মানুষ মনোযোগ চায় এবং নাটক করে সবার দৃষ্টি আকর্ষণের জন্য। এদের উৎসাহিত না করাটা ই শ্রেয়.

depositphotos_6637503-stock-photo-listen-to-me-sign-person

 

Success

I strongly believe school, College, and University Degrees teach a small subset of knowledge. Success is defined by one’s integrity, self-discipline, vision, and choices. Keep working on your vision. Dream Big, be honest, be kind, maintain self-discipline and be positive.

13177118_1166046733429364_2446503182504837928_n