পৃথিবীকে বাসযোগ্য রাখুন

আমার বাইরের আমি আমার আত্মাকে জিজ্ঞেশ করে ” চৈতালিক
রুমান তোমার চোখে জল কেন?”

আমার আত্মাঃ  কই নাতো । আমার চোখে ধুলো লেগেছে।

আমার বাইরের আমি বলেঃ না আমি তো স্পষ্ট জল দেখতে পাচ্ছি। কারন টা কি ?

আমার আত্মা কান্না ভরা কণ্ঠ নিয়ে বললোঃ

এটা ~ এটা ~ কিছু স্মৃতি যা আমাকে ব্যথিত করছে। কিছু দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে । ভেসে উঠছে বন্যার্ত মানুষের মুখ, যুদ্ধের নিরীহ মানুষের মুখ, আবার কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে নিউক্লিয়ার বোমা টেস্ট করার কথা। এই জীবন বিনাশী মানুষ নামের শরীর গুলো আমাদের পৃথিবী মাকে রক্তাক্ত করছে। কাঁঁদাচ্ছে। মা কাঁদছেন !! আমি কি করে না কেঁদে থাকব ? বলতে পারো ?

18881978_232243780602869_833048439990863111_n

 

 


Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.