COVID-19 -Life style

আজ গ্রোসারি স্টোরে সেলস গার্ল বললো “তোমাকে দেখে আমার মনটা হালকা হয়ে গেলো “
আমি বললাম, কেন বলোতো ?
“তুমি কি সুন্দর স্বাভাবিক এবং হাসি মুখ নিয়ে চলা ফেরা করছো I

সবার মধ্যে একটা প্যানিকি কাজ করছে I তোমাকে দেখার আগ পর্যন্ত আমি মানসিক ভাবে দুর্বল বোধ করছিলাম I এখন ভীষণ হালকা লাগছে !!”

আমি বললাম, আমি সৃষ্টি কর্তার উপর সম্পূর্ণ সমর্পিত I আমার জন্য তিনি যা প্ল্যান করেছেন সেটা হবেই I
আমি আমার অন্তরে দুশ্চিন্তা ঢুকতে দিচ্ছিনা কারণ দুশ্চিন্তা ইমিউন সিস্টেম কে দুর্বল করে এর কার্যকারিতা হ্রাস করে দেয় I

আমি নিজেই যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে অন্যকে কিভাবে সাহায্য করবো?

“সেলস গার্ল বললো “সবাই যদি তোমার মতো করে ভাবতো তাহলে তাহলে ভালো হতো !!”

আপনারা টেনশন মুক্ত থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন ।
আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ I
আমাকে এভাবে মনোবল দেয়ার জন্য I
বিশ্ব ব্রমান্ডের সার্বিক মঙ্গল কামনা করি ~CR
https://www.facebook.com/ChoitalykRuman/

3/19/2020

89790527_2885003931555764_840714671093710848_n

These days I am working remote. Avoid crowd, After work came out from my home office room to our backyard, walked a little, my brother and I cleaned up some branches of the trees and connected with the nature. My brothers are doing some prep work for a Vegetable Garden. We are not focusing on social media/News too much. No matter what happens I am happy with God’s process. God knows what is best for us. Through my inner vision I feel this Planet is tired and exhausted with pollution. Carbon dioxide and our unkind actions towards her. She needs some rest. Also, we have been working as an auto pilot, so universe wants us to take rest, relax and renew our body mind soul along with planet earth. We are together going through healing process.
In this crucial moment we need to keep calm, carry on as normal as no negativity. it is good idea to limit to watch all negative news.
Sometimes media is creating fear. Fear is more contagious and dangerous. Don’t let fear take over on you. Be safe, stay home. Surrender to God and let go.
I am so grateful to my creator and I have great faith in God’s plan. 💚😇

so make sure you

R. E . S. T
R .E. L . A . X
R. E . N. E. W
Next: rested and prepared for the better world awaiting

Photo : Selfie Choitalyk Ruman Aka Ummey Miah

91002932_10215081279254062_2618407488948535296_o