Faith and trust

In life, once in a while we all face a relationship crisis. At a certain point you have to shut the door on a relationship. As a matter of fact that is also part of our creator’s plan. Please don’t beat yourself up. Stop blaming yourself. It’s not your fault. Your peace is very important. YOU can’t change anyone. Some people will never change. They don’t want to change. They just pretend to be asleep. Stay happy. Ask help from God. Stay true to yourself. Take a walk in the park. There is an ample amount of beautiful things and that’s going to lift you up, make you happy. Observe the activities of Birds, see a laughing child, notice the nature in bloom. Keep focusing on these miraculous things. Don’t worry about other people’s opinion. Trust me, God has your back. Relax. Have fun. There is nothing more important than feeling great. Enjoy the beauty. Enjoy life

If you feel God’s door is open, that means our creator made it that way. If you feel God’s door is closed, that is also creator’s plan. All of us experience change in our lives. Change is the one constant in our lives. There are changes that we look forward to and change that we fear. However, one thing is for sure. Things will not stay the same no matter how much we would like them too. When a life change occurs, we have two choices in how to respond. We can despair that a change has come and assume that things will be worse, or we can look with excitement at the new possibilities that the change presents. Please do not question about God’s plan just because it is not likable for you or it is not the way you planned things to be. Let our creator do as he sees appropriate, let him order your steps. Lead your life in faith knowing all good or bad things are being done for our good. Be blessed and don’t question about God’s action. Develop faith and trust the process. God is good.

Acceptance

In life sometimes “Acceptance” isn’t always easy, especially when something in our life isn’t turning out like we expected , But learning to accept life as it appears, and practicing accepting ourselves as we are, are powerful tools toward a healthy, happy, positive lifestyle. Enjoy life, focus on all positive things instead of focusing on negative part of life.

বউ-শশুর বাড়ির সম্পর্ক

একটা মেয়ে আজ আমাকে ওর গল্প লিখে জানাল। তার বাবা মা বলেছে কাউকে না বলতে। মেয়েটা নীরবে তার শ্বশুর, শাশুড়ি এবং ননদের উৎপীড়নে জরজরিত। যন্ত্রণা গুলো মানসিক ভাবে ওকে ভীষণ অসহায় করে তুলেছে। মেয়েটা অনেক আদরে বড় হয়েছে। অনেক প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠেছে। এখন ওকে দিয়ে সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি খাটায়, বরের সাথে কথাটা পর্যন্ত বলতে দেয়না। কেন যে মানুষ এত নির্মম হয় আমার বোধগম্য নয়। একটা মেয়ে যখন বিয়ের পর শ্বশুর বাড়ি যায় তখন মেয়েটা একটা অপরিচিত মানুষের কাছে অসহায় থাকে। শ্বশুর বাড়ির মানুষদের উচিৎ মেয়েটার সাথে সুন্দর আচরণ করে ওকে আপন করে নেয়া। এতে করে মেয়েটি ধীরে ধীরে বরের বাড়ির মানুষদের সুখে দুঃখে সামিল হতে শুরু করবে। এক পর্যায় ও বাড়িটাকে তার নিজের বাড়ি বলে ভাবতে গর্ব বোধ করবে। আর যদি এই উৎপীড়ন অনবরত চলতে থাকে, মেয়েটি শ্বশুর বাড়িকে বদ্ধ খাঁচা বলে ভাববে এবং বরের বাড়ির মানুষদের সুখে দুঃখে সামিল হতে পারবেনা। মনকে প্রসারিত করুন , ভাল লাগবে।

চেরি ব্লসম 202১

জরাজীর্ণ শীতকে বিদায় জানিয়ে  বসন্ত এসেছে । হাড় কাঁপানো শীতের পর বসন্তের হালকা হিমেল মিষ্টি বাতাস বইতে শুরু করেছে। পান্ডামিকের কারণে প্রকৃতি থমকে গেলেও, ফুলেরা চারিদিক আলো করে সময় মতোই এসেছে ।  

এবারের বসন্ত অফিসিয়ালি এসেছে ২0মার্চ,এখানে চেরি ব্লসমের সময় মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল এর প্রথম সপ্তাহ পর্যন্ত চলে।প্রকৃতি সেজেছে নতুন রূপে। প্রাণ ফিরে পেয়েছে মৃতপ্রায় পাতাহীন গাছ গুলো ।

চেরি ফুলের উদার হাসি প্রকৃতির সব কষ্ট মুছিয়ে দিয়েছে। আবার আমাদের শহরে বইছে বসন্ত বাতাস। চেরি ফুলে রঙিন  হয়ে আছে চারপাশ।  মনমাতানো ফুলেল দৃশ্যে নান্দনিকতার কোন কমতি নেই। কিন্তু চেরি ফুলকে ঘিরে প্রতি বছর এ সময়টাতে নগরীতে যে উৎসবের আমেজ থাকে, অতিমারীর আতঙ্কে এবছর তা ফিকে।

প্রতি বছর আমরা যে চেরি ব্লসম অবলোকন করি, সেটা যেমন নৈসর্গিক সৌন্দযের অবতারণা করে, তেমনি এর সাথে জড়িয়ে আছে দেশপ্রেম এবং আন্তর্জাতিক বন্ধুত্বের ছোয়া।

এই চেরি ব্লসমের রূপ অপূর্ণ থাকে যদি আমরা এক নারীর নিরলস চেষ্টার কথা ভুলে যাই।

১৮৮৫ সালে সামাজিক ভাবে নারীরা বেশির ভাগ সময় অন্তঃপুরে থাকতেন । এই নিয়মের ক্ষেত্রে এক নারী ছিলেন ব্যতিক্রম ধর্মী ।  তার নাম ছিল এলিজা রুহামাহ সিডমোর । ইংরেজি বানান টা দেখলে মনে হয় উচ্চারণ টা স্কিডমোর আসলে সঠিক উচ্চারণ হলো সিডমোর।  তিনি বিশ্ব ভ্রমনকারী, ভূগোলবিদ, ফটোগ্রাফার, এবং ইউএস জিওগ্রাফিক সোসাইটির প্রথম মহিলা সদস্য ।

এশিয়ান সংস্কৃতি তাকে মুগ্ধ করেছিল, তার ভাই ছিলেন একজন কূটনীতিবিদ জর্জ সিডমোর ।  সেই সুবাদে তিনি জাপান ঘুরতে গেলেন, যখন তিনি জাপানের সাকুরা বা চেরি ফুল দেখলেন, তার মন মুগ্ধতায় ভরে গেলো।   এ মুগ্ধতা ক্ষনিকের মুগ্ধতা নয়, সারা জীবনের মুগ্ধতা ।   তিনি তার এই মুগ্ধতাকে নিজের  মধ্যে  সীমাবদ্ধ রাখলেন না ।  তিনি চাইলেন তার  দেশও যেন এই অপরূপ চেরি ফুলের সৌন্দর্য্যের অলংকারে অলংকৃত হোক । 

এলিজা রুহামাহ সিডমোর  ভ্রমণ শেষে দেশে ফিরেই  ইউ এস বিল্ডিং এন্ড গ্রাউন্ড এর সুপারিন্টেন্ডেন্ট কাছে পিটিশন পেশ করলেন  যে  ওয়াশিংটন, ডি.সি. ল্যান্ডস্ক্যাপে এ যেনো চেরি গাছ যোগ করা হয় ।তার এই আবেদন কে কেউই গ্রাহ্য  করলেন না ।

তিনি থেমে থাকেননি , ২৪ বছর ধরে অবিরাম ভাবে নতুন নতুন সুপার এলেই  এই প্রস্তাব টা পেশ করতেন ।  

যখন তিনি দেখলেন তার এই প্রস্তাব সবাই অবলহেলা করছেন. তখন তিনি ১৯০৫ সালে একটা চেরি ফুল প্রদর্শনী করার জন্য টি পার্টির আয়োজন করলেন।   এখানে আমেরিকান কৃষি বিভাগের

কর্মকর্তা ডেভিড ফেয়ারচাইল্ড কে নিমন্ত্রণ করেছিলেন ।   আমেরিকান উদ্ভিদবিদ এবং কৃষি অন্বেষক !   ডেভিড ফেয়ারচাইল্ড  এই অপরূপ  ফুলের পিকচার দেখে বিমুগ্দ হয়ে পড়েছিলেন । 

ডেভিড ফেয়ারচাইল্ড কিছু গাছ  জাপান থেকে ইম্পোর্ট করলেন  এবং তার ম্যারিল্যান্ড এর প্রপার্টি তে এই গাছ গুলো রোপন করলেন ! তিনি এই গাছ গুলো পরীক্ষা মূলক ভাবে লাগিয়েছিলেন. গাছ গুলো ওয়াসিংটন ডিসির আবহাওয়ার সাথে এডজাস্ট হবে  কিনা সেটা দেখবার ।  কিছুদিন যেতে না যেতেই তার প্রপার্টি মায়াময় নৈসর্গিক সৌন্দর্যে ভরে উঠলো ।  এমন নৈসর্গিক রূপ দেখে তার প্রতিবেশীরা কয়েকশত চেরি ফুল গাছ কিনে ফেললেন মেরিল্যান্ড এর এভিনিউ গুলোতে লাগাবার জন্য। 

এলাইজা সেডমোর ডেভিড ফেয়ারচাইল্ড এবং তার ওয়াইফ ম্যারিয়ান হাবার্ড বেল (ডেইজি) এর পূর্ণ সমর্থন পেলেন ।  তার ওয়াইফ ম্যারিয়ান হলেন  প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। টেলিফোনের অন্যতম আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল এর কন্যা ।  এলাইজা সেডমোর চাঁদা তুলে চেরি গাছ কিনে সিটি কে উপহার দিয়েছিলেন ।

এরপর ১৯০৮ সালের বৃক্ষ রোপন দিবসে স্থানীয় বালকদের নিয়ে চেরি গাছের চারা  স্কুলের ইয়ার্ড এ লাগলেন ।   তারপর অনুষ্ঠানের বক্তৃতাতে এলিজা কে জাপানের গ্রেট অথরিটি বলে সবার সাথে পরিচয় করিয়ে দেন ।  তারপরে তিনি বললেন স্পীডওয়েতে চেরি ফিল্ড করা হবে।  স্পীডওয়ে নামটি এখন আর নেই, এখনকার টাইডাল ব্যাসিন এবং এর আশ পাশের এলাকার পূর্ব নামছিল  স্পীডওয়ে ।

১৯০৯ সালে  উইলিয়াম হাওয়ার্ড টাফট আমেরিকা যুক্তরাষ্ট্রের ২৭ তম রাষ্ট্রপতি হিসাবে  দায়িত্ব পালন করেন ।  এবং তার ওয়াইফ হেলেন হেরণ টাফ্ট ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউস এলেন !ফার্স্ট লেডি ল্যান্ডস্ক্যাপিং এর দিকে মনোযোগ দিলেন! তিনি ল্যান্ডস্ক্যাপিং এর আইডিয়া অনুসন্ধান করছিলেন তখন ডেভিড এবং এলাইজা ফার্স্ট লেডিকে চেরি ট্রি প্রজেক্ট এর কথা লিখলেন ।  এলাইজা  সরাসরি হেলেন টাফ্ট কে লিখেছিলেন ।  হেলেন টাফ্ট জাপান ভ্রমণ করেছিলেন তাই জাপানের চেরি ফুলের  সৌন্দয সম্পর্কে তিনি অবহিত ছিলেন দুদিন পরেই ফার্স্ট লেডি  মিস এলিজা স্কিডমোর এর লেখার উত্তর দিয়েছিলেন এবং সম্মতি দিলেন তার সাজেশনে ।   তার এত বছরের স্বপ্ন মূল্যায়িত হলো ফার্স্ট লেডির কাছে ।

১৯০৯ সালের   এপ্রিল মাসের ৭ তারিখে এই লেটার এলাইজা সেডমোর এর হাতে এলো ।  পরের দিন এপ্রিল এর ৮ তারিখে সৌভাগ্যক্রমে এই সময় জাপানের কেমিস্ট  ডঃ জোকিচি টাকামাইন নিউইয়র্কের জাপানের কনসাল মিডজুনোর সাথে এসেছিলেন ওয়াশিংটন,  ডি.সি তে ।

ডঃ জোকিচি টাকামাইন  অ্যাড্রেনালাইন এবং টাকাদিয়াসটিস আবিষ্কার করেছিলেন ।  এলাইজা ফার্স্ট লেডির অনুমোদনের কথা বললেন ডঃ জোকিচি টাকামাইন কে ।  যখন তাকে বলা হয়েছিল যে ওয়াশিংটন,ডি.সি রস্পিডওয়ের পাশে জাপানি চেরি গাছ লাগানো হবে, তখন ডঃ জোকিচি টাকামাইন   জিজ্ঞাসা করেছিলেন যে মিসেস টাফট এই অঞ্চলটি পূরণ করতে অতিরিক্ত দুই হাজার গাছের অনুদান গ্রহণ করবেন কিনা।মিঃ মিডজুনো পরামর্শ দিয়েছিলেন যে গাছগুলি টোকিও শহরের নামে দেওয়া হোক।

ফার্স্ট লেডি এই উপহার নিতে রাজি হয়েছিলেন ।  ডাঃ টাকামাইন টোকিওর মেয়র ইউকিয়ো ওজাকিকে মার্কিন যুক্তরাষ্ট্রে চেরি গাছ উপহার দেওয়ার কথা জানালেন।

১৯১০ সালের  ৬ ই জানুয়ারী, টোকিওর মেয়র ইউকিয়ো ওজাকি দুই হাজার গাছ ওয়াশিংটন,ডি.সি  পাঠালেন ! ১৯১০ সালের ৬ ই মার্চ দুই হাজার গাছ ওয়াশিংটন,ডি.সি তে এসে পৌছালো!

১৯১০ সালের ১৯ জানুয়ারী কৃষি বিভাগ পরিদর্শন দেখলো যে গাছ গুলো পোকামাকড় এবং নেমাটোড দ্বারা আক্রান্ত হয়েছিল।  আমেরিকান চাষীদের রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের করার জন্য, কৃষি বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে গাছগুলি অবশ্যই ধ্বংস করা উচিত।

১৯১০ সালের ২৮ শে জানুয়ারী, রাষ্ট্রপতি উইলিয়াম হাওয়ার্ড টাফট গাছ পুড়িয়ে দেওয়ার সম্মতি দেন ।

পররাষ্ট্র সচিব জাপানি রাষ্ট্রদূতকে চিঠি পাঠিয়েছিলেন সংশ্লিষ্ট সকলের গভীর অনুশোচনা প্রকাশ করে।

টোকিওর মেয়র ইউকিও ওজাকি দ্বিতীয় অনুদান দেওয়ার পরামর্শ দিয়েছিল, এবং টোকিও সিটি কাউন্সিল এই পরিকল্পনা অনুমোদন করেছে!

এবার টোকিওর মেয়র ইউকিওর ব্যবস্হাপনায় টোকিওর জনগণের পক্ষ থেকে

১২ টি প্রজাতির তিন হাজার কুড়িটি গাছ পাঠানো হলো।

১৯১২ সালের ২৬ শে মার্চ ১২ টি প্রজাতির তিন হাজার কুড়িটি গাছ এসে গেলো ওয়াশিংটন,ডি.সি তে।

ইন্সপেকশনে এগুলো উত্তীর্ণ হয়েছিল।

অবশেষে ১৯১২ সালের ২৭ সে মার্চ এলো সেই মাহেন্দ্রক্ষণ!হেলেন হেরন টাফ্ট এবং জাপানের রাষ্ট্রদূতের স্ত্রী জাপানের রাষ্ট্রদূতের স্ত্রী ভিসকনটেস চিন্ডা দুজনে দুটো ওশিন চেরি টাইডাল ব্যাসিন এর উত্তর পাড়ে রোপন করলেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে, ফার্স্ট লেডি রাষ্ট্রদূতের স্ত্রী ভিসকনটেস চিন্ডাকে”আমেরিকান বিউটি” গোলাপের একটি তোড়া উপহার দেন। আমেরিকার পক্ষ থেকে টোকিওর জনগন কে ডগডউড গাছ উপহার হিসাবে দেয়া হয়েছিল ।

এভাবে খুব অনাড়ম্বর পরিবেশে, কয়েকজনের উপস্থিতিতে ওয়াশিংটন ডিসির জনপ্রিয় জাতীয় চেরি ব্লসম ফেস্টিভালটির সূচনা ।

 নানা রঙ আর রূপ নিয়ে বসন্তকে রাঙিয়ে দিতে প্রতি বছর চেরি ফুল ফোটে। গুচ্ছবদ্ধ ফুলগুলো প্রধাণত গোলাপি, সাদা ও লাল রং এর হয়। পাপড়ি ও ফুলের গড়ন বিচিত্র।

ওয়াশিংটন, ডিসির  তে বসন্তে ফোটে হাজার হাজার চেরি ফুল। চেরি ফুলের স্বর্গ রাজ্য হয়ে উঠে।

 ওয়াশিংটন, ডিসির  এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় বিরল দেশপ্রেম এবং আন্তর্জাতিক বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহরণ। দেশপ্রেম এবং বন্ধুত্ব হোক চিরজীবী ।

keep Shining

There are some people no matter how much you try to be their friend, they will spray bitterness towards you. Once, I’ve felt so bad and went to one of my colleague’s office. She is 64 years old black American lady and very intelligent one. I said, hey Geneta, I need a Hug. I told her my situation, then I asked her “why are they hating me, even though I am so nice to them?” She answered “don’t worry, it’s not your fault honey. It’s them who stayed in the dark too long. Your light is so bright and shiny that they feel uncomfortable.” Be strong, continue to spread your light and guide other people to the correct path.

Love yourself . Forgiving yourself is very essential. When you forgive yourself, you heal yourself and heal others. Just let go of what you are holding against yourself so that you can move ahead. When you forgive yourself that’s when the healing begins

Keep shine your light, heal and balance the world

Prayer

First thing in the morning pray to God.The power of prayer can not be explained, It has to be experienced. Then focus your mind towards all the sweet things and all sweet persons in your life. Have a good breakfast and listen happy song . Stay home and enjoy your present time . Try to occupy your mind with happy thoughts 😀 Good Morning/Evening. Be blessed.

Stay Calm and Happy Quote

Spring is here. I am enjoying the warm weather. Taking a walk is one of the best way. I don’t have to make any big plans; all I need to do is put my shoes on and head on out into the awesome Outdoors. It can be around my neighborhood, at a park, I just love taking a walk and soaking up all of that warm weather and fresh spring breeze. Ahh breath in some fresh air and exhale all negativity. ❤

From bottom of my heart I firmly believe & trust that my divine love for others will help, heal and fortify their being & existence.

From bottom of my heart I firmly believe & trust that my divine love for others will help, heal and fortify their being & existence!!This day rises. As does my heart !! Wishing you all happiness, joy and peace !!!

God loves us very much to promote us before we are ready. God is preparing us for remarkable things. He will lead and strengthened you as you go. Don’t try to prevent the change, just accept and surrender to the mighty hand of God; when time comes he will lift you up and honored before a watching world.Just be patient and trust the process of God.

Spring is here

when I woke up this morning, I came out to the overcast skies, beautiful cooling breezes blowing in our windows, Birds chirping, there is nothing quite like beautiful pink cherry blossoms blooming in spring. These petals fell down and covered the paved streets. It looks like a pink carpeted paths. I realized that this is a sneak peak of the beauty of heaven. My whole being gave a big sigh of relief. Felt so relaxed… Ah~~~~Spring is here

It’s been a rough week with a new Project at work, but today is better and it does my heart good to get out and see all the beauty around me. So just drove down to the country side to see the beauty of the nature and about wandering through trees to see what’s flourishing and what is on its way out, seeing on new born Fawns and growing ducklings, baby Geese, I just had marvelous time with nature !! So thankful to God.

Spirituality

Some of you might think spirituality means something exceptional or different than usual things. I believe spirituality means we become very closer and connected with our divine source/Creator.