আমরা যদি প্রতি রাতে অন্তহীন আকাশের তারাগুলির দিকে নজর রাখতাম তাহলে আমরা জীবন টাকে একটু ভিন্ন ভাবে অনুভব করতে পারতাম!!!! আলাদাভাবে বেঁচে থাকতাম।ওই অসীম আকাশের পানে খেয়াল করলে বোঝা যায়, আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজের পরেও আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে !অহরহ, নেতিবাচক পরিবেশের মাঝে এগিয়ে যেতে সত্যিকার শক্তিএবং সাহসের প্রয়োজন রয়েছে ! তবে এই শক্তি এবং সাহস মানুষকে অনেক টা দূর এগিয়ে নিয়ে যেতে পারে !! আপনি বুঝতেই পারবেন না, আপনার দেয়া সাহস, আপনার দেয়া অনুপ্রেরণা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি অন্যের ভেঙে যাওয়া মনকে শক্তির যোগান দিতে পারে. মেরুদন্ড সোজা করে দাঁড়াতে সাহায্য করতে পারে! আপনার দেয়া সাহস, দুর্বলকে যোগায় শক্তি, দিশেহারাকে দেখায় পথ, অন্ধকারে জ্বালায় আলোর মশাল !সময় যত এগিয়ে যাচ্ছে , বদলে যাচ্ছে আমাদের জীবন যাপনের কাঠামো ! তাই বদলে যাওয়া সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে যেতে মাঝে মাঝে হতাশা ভর করে বসে বৈকি!! এই সময়একটু সাহস , একটু অনুপ্রেরণার পরশে হতাশাগুলো সপ্নে পরিণত হয়! মনের ভার হালকা হতে হতে মুক্ত হয়ে যায়! তখন শুভ শক্তির আলোরণে পৃথিবীর ভারসাম্য বেড়ে যায় I পৃথিবী আরোগ্য হতে শুরু করেIঅন্যকে অনুপ্রাণিত করুন I ছোট্ট ছোট্ট তরঙ্গমালা ধীরে ধীরে বিশাল ঢেউয়ের রূপ ধারণ করে ! আপনার ছোট্ট ছোট্ট কাজ গুলো দিয়েই বর্তমান ও আগামী প্রজন্মের জন্য গড়ে তুলুন সুন্দর পৃথিবী !!

43You, Ummey Miah, Jahan Khan and 40 others32 Comments1 Share

Love

LoveCommentShare

Love and Wisdom

You may see this hands are wrinkled…but in my eyes they are filled with Love and wisdom. The world is Divine and sacred. We are sacred. Our all life is dedicated to the service of God. Our everyday prayers are surrender on the lips of breaking waves, our prayers are whispering of the trees and the shimmering of flowers.

If people looked at the stars each night, they’d live a lot differently. When you look into infinity, you realize that there are more important things than what people do all day. It takes real courage to show strength despite the negative things happening in your life. But that strength could go a long way! You’ll never know who’s looking up to you for inspiration or source of their own strengths. May it be your family, your kids, husband, wife, partner, friends or anyone close to you.

শক্তিশালী মন/গাইড

মাঝে মাঝে কিছু খারাপ সময় আসে আমাদের সঠিক পথের দিকে এগিয়ে নিতেI সুখ এবং দুঃখ মিলিয়ে জীবনকে ভালবাসুন। দুঃখ আছে বলেই সুখ এত সুন্দর Iকোনো কিছুই চিরস্থায়ী নয়, দিনের পর অবশ্যই রাত আসে। সমস্যা আসে আবার সময় মতো চলে যায়I এটাই বিস্ম ব্রম্মান্ডের অমোঘ নিয়ম I আমরা প্রতি নিয়ত অন্যের দ্বারা প্রভাবিত হই। সমাজ,মিডিয়া এবং বন্ধু/বান্ধব আমাদের শেখায় কাকে আমরা ভালবাসব, কাকে ঘৃনা করব, কাকে ভয় পাব, কাকে বিশ্বাস করব, এমন কি ওদের দেয়া মাপকাঠি দিয়ে আমাদের চিন্তাকে খাঁচা বন্দী করে ফেলি। মন কে এদের থেকে মুক্ত করতে হবে, তারপর নির্জন স্থানে বসে মনের গভীরে চলে যাও। এই স্তর টা আমাদের সাধারন স্তর থেকে অনেক গভীরে। একবার ভাবো তোমার মন কি বলে? নিজেকে প্রশ্ন কর। তোমার মন কে অন্যের দাস করে রেখনা। অন্যের চিন্তা দ্বারা নিজেকে প্রভাবিত করে রেখনা। মনের এই স্তরে গেলে সঠিক নির্দেশনা মেলে। আমাদের সবার মধ্যে শক্তিশালী মন/গাইড আছেন। যে সব সময় সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত ।তাই ধৈয্যশীল হয়ে সৃষ্টি কর্তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে I

Peace

No lock is made without a key, Similarly, God does not give any problem without a solution. Keep faith in God’s process!! Everything will be just okay!! May all who want peace live in peace Let those who do not want peace find the right path

Relax!! Have faith In God’s Plan, We may not understand God’s big plan, but we should trust that he has one beautiful and perfect plan for you. Don’t worry about the “how”. When you are scared and confused about ‘how’ things are going to happen it is easy to get lost or disheartened, I advise you to keep going, follow your intuition and when you follow the force of your vision honestly you will get the clarity of the next step that you need to take. To avoid worrying about the future, focus on the present time. Just stay in the NOW. Also remember “Today will never come back. . Encourage someone. Be a blessing. Be a friend Take time to care. Let your kind words heal and help others. Sending divine love and prayers for the world .

Always welcome the new day with beautiful smile, hopes, gratitude and aims in your life. You are responsible for your own thoughts and happiness. Negative thoughts scrambles your brain. It decreases decision making ability. Negativity is a silent killer of dreams. These are people always focus on bad things in their lifeand influence you to do the same. Surround yourself with positive people. Now question arises; who are the they ? Positive people you are searching for are positive happy people that enrich your life.

When you are honest and sincere to yourself, you will see everything as it is, you will not see others the way you want to see them.. Be yourself ~CR

Meaning of Ramadan

Fasting in Ramadan is not only giving up food. You need to strictly give up anger, cheat on another, avoid all kind of evil action. On the other hand, be calm, serene, be kind, be compassionate, Practice empathy, release bad ego, jealousy, and straighten your own self from within. When we fast we directly experience the pain of hungry people and we become kind, compassionate and grateful. We become more aware of others feeling and feel connection between one human being to another. You will start feeling oneness with all human beings regardless of religion, borders or labels. We are ONE human Race. Fasting also detox our body, fasting allows our entire body to take rest from the breaking down food. During the Fasting in Ramadan for thirty days is a powerful practice. It will help us to restore and strengthen our focus, direction, balance and purpose to our lives. Happy Ramadan everybody. This is a wonderful training time for become a better you. Yes 30 day you will remove all evil action and replace it with good deed. It will also grow your strong will power 😃 I know you can do it. If I can do it so can you. God, bless you. May 18, 2018.

Manage Your Mind

The Mind is like a vast ocean. The Surface can be very restless and wavy, but we need to clear our minds by eliminating all negativity and earthly conditions. Just breath ~~ enter into a deeper level. This level is very peaceful. We need to reach that level and gain the precious pearl of wisdom. Relax ~~take time and be still. Go very deep level, have access to that infinite field of possibilities. Heal yourself, radiate that healing energy to everyone around you and to the entire Universe. Heal the world. You are an infinite soul. You are powerful. #CR

Choose Love

wake up every morning with a winning mindset! Be thankful to God for this new beautiful day. Remember people will criticize you, won’t love you no matter what you do. One the other hand some people won’t stop loving you no matter what you do. Don’t be disappointed when problem appears. God’s has a purpose Behind Your each Problem. Life is full of problem-solving opportunities. The problems you face will either defeat you or help you to grow. It depends on how you react and respond to them. If there weren’t tough time in life, we will not know the sweetness of joy and happiness !! So enjoy life! Go where the love is! Choose Love