Let Go

Fall season teaches us that change can be so magnificent. It is a reminder to everyone that everything is temporary When you let go, a new space will be created in your life. Naturally, at the right time, something new and better comes and fills that void. So let go and free yourself from that heavy unnecessary harmful luggage. I know It is not easy but you can do it. You have that power given by God. so just relax Why do you hate your life? Life is a precious gift from God. I can understand your pain. Relax. Go outside and look at the sky. Observe it, what a vast and amazing beauty… Sometimes there are storms and variable cloudiness, but It has colorful sunsets, the pure beauty of a sunrise, and the beautiful moon on a misty night. Just contemplate some of these things. If we ponder on it most of us experience some kind of aesthetic or mystical feeling. Life has its ups and downs, but it is still beautiful. Life is a magnificent journey. Be optimistic, Love your life and keep faith in the process of life . Relax and enjoy the present moment. You are loved. ~#choitalykruman

জীবন উপভোগ করুন









বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখছিলাম কাঠ বিড়ালীরা জড়ো হয়ে ছোট ছুটি করছে ! বুনো বেড়ি ফলে আশ পাশ ছেয়ে গেছে !শীতের হিমেল হাওয়া থাকলেও সোনালী রোদে ভরে গেছে চারপাশ !! অপূর্ব লাগছে !

মনটা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় ভরে গেলো ! ভাবছিলাম, এতো চিন্তা কেন করবো আমি?পাতাল পুরী, আকাশের মাঝে এই যে পৃথিবী, এখানে আমরা কেউ ই একা নই !ওই যে পাখি, ফুল, কাঠ বিড়ালীরা নিশ্চিন্তে ছুটো ছুটি করছে! ওদের কিছুনা কিছু তো জুটে যাচ্ছে! কে দিচ্ছে তা?

তাই বলি কিএতো চিন্তা করোনা তোমরা , গত কাল এবং ভবিষ্যতের চিন্তা নিয়ে আজকের এই মিষ্টি সময়কে নষ্ট করে কি লাভ?এতো চিন্তা করে ক্লান্ত হয়ে পড়োনা ! যিনি আমাদের এই জীবন দিয়েছেন, তার আমাদের জন্য যথেষ্ট ভাবনা আছে!তিনি সব সময় আমাদের নিয়ে ভাবেন, ভালো বাসেন ! তাকে বিশ্বাস করো, তার সাথে যুক্ত থেকো! এ পুরো টাই আমার এলো মেলো ভাবনা!আমি ইন্ট্যাইলেক্চুয়াল নই, আমি জীবনকে সহজ ভাবে দেখি. এই পৃথিবীর প্লেন এ এসেছি যাত্রী হয়ে! আবার ফিরে যাবো আমাদের আসল বাড়িতে! তাই যাত্রা উপভোগ করো শিক্ষা নাও !