Note to myself

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সৃষ্টি কর্তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই. এতো সুন্দর একটি দিন উপহার দেয়ার জন্য! হে প্রভু, তোমার ঐশ্বরিক করুণা অসীম, সমুদ্রের মতো, আমি তার এক ফোঁটা নিয়েই সন্তুষ্ট I
আমরা আমাদের পার্থিব দেহের সাজের পূর্ণতা আনতে গহনা, পোশাক, স্পা, সুট, আর কত কি করি। তার পরেও কি আমরা সুখী? কেন সুখী নয়? কারন আমাদের আত্মা প্রশান্ত নয়। আমরা আমাদের মনের এবং অন্তরের গভীরে যাইনা।
আমাদের মাঝে আছে চিরজীবী শান্তি প্রিয় এক আত্মা I তার শান্তির জন্য আমাদের হৃদয়কে সাজাতে হবে উদারতা, কোমলতা, নিঃশর্ত প্রেম দিয়ে। স্নিগ্ধ আলোয় আলোকিত করতে হবে আমাদের অন্তরকে। আমাদের সতর্ক হতে হবে আমাদের কাজে অন্যরা যেন আঘাত না পায় , কারো হৃদয় ভেঙ্গে না যায় আমার নির্দয় আচরণে ! প্রতিটি হৃদয় অমূল্য হীরক খন্ড ! অকরূণ ভাবে অন্যকে আঘাত করলে, ওই আঘাত শুধু ওই ব্যক্তির মাঝে ই সীমা বদ্ধ থাকেনা, তার আলোড়ণ সারা পৃথিবীতে ছড়িয়ে পরে !
সৃষ্টি কর্তা ওই দূর আকাশে বসবাস করেন না !! তার বসবাস প্রতিটা মানুষের অন্তরে !


Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.