শ্বশুর বাড়ি এবং বউ

আমাদের সংস্কৃতির একটা মেয়ে সব কিছু ছেড়ে শ্বশুর বাড়িতে যায়। সেখানে তার সবকিছুই অচেনা । মেয়েটার মন তখন ভীষন অসহায় থাকে। এই নাজুক অবস্থাতে
শ্বশুর বাড়িতে তাকে পরীক্ষা দিতে হয়। শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, জা, ভাশুর সবাই সেখানে পরীক্ষক। এমন কি যে মানুষটাকে জীবন সাথী হিসেবে আকড়ে ধরে, সেই মানুষটাও তার পরীক্ষা নিতে থাকে। মেয়েটার কাছে এই বন্ধন তখন ফাঁস বলে মনে হয় এবং জীবন টা তার কাছে ভীষন দুর্বিষহ হয়ে ওঠে। সমন্বয় আর সমঝোতার অভাবে একটা অসন্তোষজনক পরিবেশ তৈরি হয়।
একটা গাছ কে উপড়ে নিয়ে অন্যত্র লাগলে যেমন সময় দিতে হয় আডজাস্ট হতে, ঠিক তেমনি নতুন মেয়েটাকে সময় দিতে হবে নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে এবং আপন হতে। এ জন্য় তার জীবন সাথীর সাহায্য খুব ই দরকার। তাকে সার্বিক ভাবে সাহায্য করতে হবে। যাতে মেয়েটা এ বাড়ীকে অন্তর দিয়ে নিজের বলে অনুভব করতে পারে এবং সম্পর্ককে শক্ত করে ধরতে পারে।
আপানারা ওদের মানসিক দিকটা বুঝুন। মেয়েটার বরকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
এই দুই ভিন্ন মানুষকে ভালোবাসার বন্ধনে বাঁধার ব্য্যাপার তাকে খেয়াল রাখতে হবে। মা বাবা যেন কষ্ট না পায় আবার মা বাবা হারা মেয়ে যেন এই সংসার কে নিজের ভাবে। উভয় পক্ষের মাঝে সমন্বয় আর সমঝোতার মাধ্যমে পরিবারে শান্তি নিয়ে আসুন।

Sheena Neal Hindu Wedding Photography Indian Marriage Pictures East Indian Portraits Edmonton Alberta Canada 56

শৈল্পিক সাধনার সাথে মনের সমৃদ্ধি ও অত্যন্ত জরুরি।

আমি জানি বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য হাজার বছরের বেশি পুরনো। আমি লক্ষ্য করলাম বাংলাদেশ এবং পশ্চিম বাঙলার বেশীর ভাগ মানুষ কবি, লেখক এবং গানের শিল্পী 🙂 খুঊঊঊব ভাল লাগে তাদের লেখা
পড়তে এবং তাদের গান শুনতে কিন্তু একটা জিনিস সব ভাল লাগা পণ্ড করে দেয় যখন দেখি তাদের অনেকে অন্যকে হেয় করে দেখে। আমি খুবই সাধারন মানুষ। তাদের মত সুন্দর সাবলিল ভাবে লিখতে বা গাইতে আমি পারিনা।
তবে আমি বিশ্বাস করি যারা সঠিক ভাবে গানের রেওয়াজ করে তাদের অন্তর অহংকারকে পরিষ্কার করে দেয়। আবার যারা অন্তর নিংড়ে লিখে তারা অন্তরের সব ভালো মন্দ লেখায় ঢেলে দেয় তাই ময়লা জমতে পারেনা। আমার ধারনা ভুল হোল কি করে??? তার মানে কি তারা তাদের অন্তরের গভীরে সুরের ধারা এবং ভাবনার ধারা স্পর্শ করায় না???? একজন লেখক, একজন গায়ক এবং একজন কবির অনেক বড় দায়িত্ব। তাঁদের লেখা এবং গান সমাজের বহু  ঘুণে ধরা নিয়ম পাল্টেছে। তারা হলেন অন্যের অনুপ্রেরনা। মানুষ তাদের কাছে শিখে, মনের অজান্তে তাদের দ্বারা অনুপ্রানিত হয়। আসলে সংস্কৃতি হোল মানুষের জীবনের দর্পণ। সংস্কৃতি এবং কৃষ্টি একটি জাতির শেকড়। এই শেকড়্কে পরিচর্যা করতে হলে মনকে সুন্দর করতে হবে। একজন শিল্পি বা লেখকের শৈল্পিক সাধনার যেমন প্রয়োজন, তেমনি মনের সমৃদ্ধি ও অত্যন্ত জরুরি। মনকে শান্ত পর্যায়ে নিয়ে ভেবে দেখবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

11

 

বন্ধু

হাজার হাজার মানুষের মাঝে আপনি যাকে পাশে পাবেন, আপনার মনের কথা বলতে পারবেন কেবল তাকেই বন্ধু হিসেবে গ্রহন করুন ।~CR

l-216514

 

বন্ধু

হাজার হাজার মানুষের মাঝে আপনি যাকে পাশে পাবেন, আপনার মনের কথা বলতে পারবেন কেবল তাকেই বন্ধু হিসেবে গ্রহন করুন ~CR#1105

images

ভালবাসা বড়ই শক্তিশালী

ভালবাসা বড়ই শক্তিশালী ! এই শক্তি মানেনা কোন বাধা।, মানেনা কোন সমাজের নীতিমালা, মানেনা কোন জাত, মানেনা ধর্মের শাসন। ভালবাসা নামক শক্তি সমস্ত যুক্তিকে খড় কুটার মত ভাসিয়ে নিয়ে গেছে যুগ যুগান্তর ধরে। আমারতো মনে হয়, এই বাধা গুলো ভালবাসার শক্তিকে আর শক্তিশালী করে তুলতে সহায়তা করে। CR#1101

bio

 

মানব মন

সত্যি মানব মন বড় ই বিচিত্র। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের মন কে বোঝা যায়না। এই মনের রঙ বদল হতেই থাকে। এ যেন জলের ওপর আঙ্গুল বুলিয়ে ছবি আকা।  আকাশের রঙ যেমন মুহুরতে মুহুরতে পালটায় তেমনি মানব মনেরো রঙ বদলের প্রক্রিয়া  অনবরত চলতে থাকে। বড়ই রহস্যময়!! CR#1100

bio

 

 

ভালবাসা

আসলে সত্যিকারের নোংরামি হয় অন্তরে। সব ময়লা ধুয়ে পরিস্কার করা যায়। কিন্তু কারো আত্মা যদি দূষিত হয় ঘৃণা ও ধর্মান্ধতা দিয়ে তা
বিশুদ্ধ জল ছিটিয়ে শুচি করা যায় না। পরিহার ও উপবাসের মাধ্যমে শরীর এবং মনের ময়লা শুদ্ধ করা যেতে পারে। কিন্তু অন্তরের ময়লাকে বিশুদ্ধ করতে পারে শুধুমাত্র ভালবাসা । এ আমার এলো মেলো মুহূর্তের এক ঝলক ভাবনা।মতভেদ হতে পারে। ~ CR1098

 

13320886_1005580869520461_7601729956891784215_o

বিশ্বাস এবং প্রতাড়না

যদি কেউ তোমাকে প্রতাড়িত করে তাকে একবার ক্ষমা করে দিও ভুল শোধরানোর জন্য। কিন্তু দ্বিতীয় বার তাকে বিশ্বাস করোনা । তুমি যদি ভুলটা বার বার করো তার মানে হল তুমি নিজেকে অপমান করছ। নিজেকে সন্মান কর , ভালোবাসো কিন্তু একটা জিনিস মাথায় রেখ নিজেকে ভালবাসা মানে স্বার্থপর হওয়া নয়। এ কেবল ই আমার অনুভুতি। ❤ CR1094

10156080_524184697703667_2383834614556544596_n

জীবন

সুখ এবং দুঃখ মিলিয়ে জীবনকে ভালবাসুন। দুঃখ আছে বলেই সুখ এত সুন্দর.

নিজেকে ক্রিয়েটিভ জিনিসের মাঝে ব্যস্ত রাখবেন। এতে ব্রেইন সুস্থ থাকে। ব্রেইন সুস্থ   থাকলে আমাদের চিন্তাধারা মুক্ত এবং সঠিক হবে।  দুশ্চিন্তাকে নিয়ে ব্যস্ত থাকবেননা। দুশ্চিন্তা হোল বিষাক্ত সাপ। আপনাকে ভিতরে ভিতরে নিঃশেষ করে দেবে । এই জীবনে কার না কষ্ট আছে শুনি? সবার ই কষ্ট আছে আবার সুখ ও আছে। আমাদের এই জীবনটা  আল্লাহর দেয়া মুল্যবান  উপহার। আল্লাহর উপহারকে  কষ্ট দিলে আল্লাহ তায়ালা নারাজ হন।  ❤ # CR1087

13055487_1184245038265963_3516664383620560220_n