তেতুল দিয়ে রুই মাছ

উপকরনঃ

  • রুই মাছ ৬ টুকরা
  • পিয়াজ কুচি দেড় থেকে দুই কাপ
  • শুকনা মরিচ ৪/৫ টি দুই টুকরো করে কেটে নেয়া
  • হলুদ গুড়া ১/২ চা চামচ
  • মরিচ গুড়া ১/২ চা চামচ
  • মেথি ১ চা চামচ
  • লবন সাদ মত
  • সরিষার তেল ১/২ কাপ পরিমান মত
  • ভাজা জিরা গুড়া ১/২ চা চামচ
  • তেতুলের টক(কাথ) ২-৩ টেবিল চামচ বা সাদ অনুযায়ী
  • রসুন কোয়া ৭-৮ টি অর্ধেক করে কাটা
  • চিনি ১/২ চা চামচ
  • প্রস্তুত প্রাণালীঃ

    – মাছের টুকরো গুলোকে অল্প লবন হলুদ দিয়ে মাখিয়ে হালকা ভেজে নিতে হবে। (চাইলে নাও ভাজতে পারেন)।

    – এবার একটি বাটিতে পিয়াজ কুচি,হলুদ-মরিচ গুড়া, লবন ও রসুন নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। (মাছ না ভাজলে এই মিশ্রনের সাথে মাছ ও মাখিয়ে নিতে হবে)।

    – এরপর পানে তেল গরম করে মেথি ও মরিচ ফোড়ন দিয়ে পিয়াজের মিশ্রন টা দিয়ে হালকা নেড়ে দিয়ে ঢেকে দিতে হবে। প্রয়োজনে সামান্য পানি দেয়া যাবে।

    – কিছুক্ষন পর ঢাকনা খুলে তেতুলের টক, জিরা ভাজা ও চিনি দিয়ে কিসুক্ষন নারাচারা করে নামিয়ে নিতে হবে।

    এই রেসিপি সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

    ছবি ও রেসিপিঃ ফারহিন রহমান ( Bangla Recipe.net)

  • Photo : CR  Untitled

কাশ্মিরী আমের আচার

উপকরনঃ
• কাচা আমঃ ১কেজি(আটি একটু শক্ত হলে ভাল মানে একদম কচি না)
• চিনিঃ ১কেজি
• শুকনো মরিচ কুচিঃ ২পিস
• আদা কুচিঃ ১ টেবিলচামচ
• সাদা ভিনেগারঃ ২ টেবিলচামচ
• লবনঃ ২ টেবিলচামচ

প্রনালীঃ

আম ধুয়ে ছোলা ও আটি ফেলে দিন।তারপর লম্বা ও ১ ইঞ্চি চওড়া করে কাটুন।
আমে লবন মাখিয়ে ৪ ঘন্টা রেখে দিন।কাঠের চামচ দিয়ে মাঝেমাঝে নাড়ুন।৪ ঘন্টা পর ৩-৪ বার আমগুলো ধুয়ে নিন যাতে লবন চলে যায়।ঝাঝড়িতে রেখে পানি ঝড়িয়ে নিন।
কড়াইতে আম,চিনি ও আদা কুচি দিয়ে ১৫ মিনিট মাঝারি আচে রান্না করুন।
এখন ভিনেগার ও শুকনোমরিচ কুচি দিয়ে অল্প আচে ৩০ মিনিট বা সিরা ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।চুলা বন্ধ করে শুকনো বোতলে সংরক্ষন করুন।

SONY DSC

মসলাদার পটাটো ফ্রাই

উপকরণ :
আলু ৩টি (বড় সাইজ),
হলুদ গুঁড়ো সামান্য,
ধনে গুঁড়া সামান্য
মরিচ গুঁড়ো আধা চা চামচ,
লবণ পরিমাণমত,

বেসন ৩ টেবিল চামচ,
কর্ন ফ্লাওয়ার বা চালের গুঁড়ো ২ চা চামচ,

তেল ভাজার জন্য,
বিট লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রণালী :
আলুগুলোকে ভালোভাবে ধুয়ে কাটার মেশিনে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। (বঁটি দিয়েও কাটা যেতে পারে)। এরপর আঝরিতে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে সব উপকরণ পানি দিয়ে ঘন করে ভালোভাবে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার মিশ্রণে আলুর পাতলা টুকরোগুলো একে একে ডুবিয়ে গরম তেলে ভাজতে হবে। বাদামি বর্ণ হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

11752003_870147273073900_2286394944558597979_n

এক গ্লাস দুধ

একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক সে ভীষণ ক্ষুধার্ত ছিলো। সে ভাবলো যে পরে যে বাসায় যাবে , সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাসায় গেলো খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন সে খাবারের কথা বলতে ভয় পেলো। সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস পানি চাইলো মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্থ তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস দুধ এনে দিলেন ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বললআপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য?” মহিলা বললতোমাকে কোন কিছুই দিতে হবে না ছেলেটা বললআমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে তাহলে আমি আপনাকে মনের অন্তস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ছেলেটার নাম ছিলো স্যাম কেইলি স্যাম যখন দুধ খেয়ে বাড়ি থেকে বের হয়ে এল, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো স্যাম এর বিধাতার উপর ছিলো অগাধ বিশ্বাস তাছাড়া সে কখনো কিছু ভুলতো না

অনেক বছর পর মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরলো স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যার্থ হল তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে যেখানে দুলর্ভ মারাত্মক রোগ নিয়ে গবেষণা চিকিৎসা করা হয়

ডা: স্যামকেইলি কে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো যখন ডাঃ স্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন , তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠলো তিনি তাড়াতাড়ি মহিলাকে দেখতে গেলেন ডাক্তারের এপ্রোন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে , যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনই দিন থেকে তিনি রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো

ডাঃ স্যাম কেইলি হাসপাতালের একাউন্টেন্টকে মহিলার চিকিৎসার বিল দিতে বললেন, কারণ তার সাইনছাড়া বিল কার্যকর হবে না ডাঃ স্যাম কেইলি বিলের কোণায় কি যেনো লিখলেন এবং তারপর সেটা মহিলার কাছে পাঠিয়ে দিলেন মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে। কারণ তিনি জানেন যে এতো দিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না

অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো তিনি পড়তে লাগলেনআপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ।এবং বিলের নিচের সাইন করা ছিলো ডাঃ স্যাম কেইলির নাম

Moral:- মানুষকে সাহায্য করুন , যতটা আপনার পক্ষে সম্ভব হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি

~সংগৃহীত গল্প

131012552_74c0a6bc96