অন্তর এবং মনের সমতা

আমি বরাবর ই ব্যস্ত মানুষ। তার উপর ইদানিং ব্যস্ততা বেড়েছে, এমন একটা কাজে আছি একটু ভুল হলে দেশের নিরাপত্তা ব্যহত হবে। আবার সিজনাল ফিভার গেলো। সব মিলিয়ে মনটা একটু ক্লান্ত হয়ে পড়েছে। এলো মেলো ভাবনা মনকে উদ্দেশ্য হীন পথে নিচ্ছিল, তখন আমার মনের গভীরের সত্ত্বা ইঙ্গিত দিয়ে বললো, রুমান মনকে শান্ত লেভেল নিয়ে যাও। ওগো সোনা মেয়ে হৃদয়ের শব্দ শোন এবং অনুসরণ করো। ভেবে দেখলাম আমার সত্ত্বা আমাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে। অন্তর এবং মনের সমতা বজায় রাখতে হলে মনকে শান্ত করে হৃদয়ের শব্দ শোনা খুব ই জরুরী । তাইতো মাঝে মাঝে সৌভাগ্য নামক মহান মুহূর্ত আমাদের জীবন দরজায় যখন কড়া নাড়ে আমরা সেটা মিস করি। এই কড়া নাড়ার শব্দটা খুব একটা জোড়ে হয় বলে আমার মনে হয়না।
আমার মনে হয় কি এই শব্দ টা আমাদের হৃদয় স্পন্দনের শব্দের মতই শব্দ করে। তাই মন বেখেয়ালি হলে এটা মিস করা খুব ই সহজ।আমাদের মন খুব ই চঞ্চল। তাই
মনকে শান্ত করুন । অনুভব করুন, হৃদয়ের শব্দ। ওখানেই সৌভাগ্যের দিক নির্দেশনা লুকিয়ে আছে।
আমার মনের ভাবটা বোঝাতে পেরেছি কিনা জানিনা। কারন আমার সাথে অনেক জাঁদরেল লেখক আছেন। তাদের বাংলা এত্ত সুন্দর ছন্দায়িত যে পড়তে শুরু করলে আর থামতে ইচ্ছে হয়না। আমার বাংলা অলংকারহীন। তাই নিজেদের মনের রঙ দিয়ে আমার ছন্দ হীন লেখার অর্থ টা বুঝে নিবেন সবাই !! ভাল থাকবেন সবাই.

 

listen_to_your_heart_by_jojoesart-d9kcsyt

কিছু মানুষ

কিছু কিছু মানুষ মনোযোগ চায় এবং নাটক করে সবার দৃষ্টি আকর্ষণের জন্য। এদের উৎসাহিত না করাটা ই শ্রেয়.

depositphotos_6637503-stock-photo-listen-to-me-sign-person

 

জীবনকে ভালবাসুন

আমাদের পবিত্র আত্মা এবং অন্তরকে কষ্ট  দেয়া টা একদম ঠিক নয়। যে সব কারন গুলো আপনার মনে কষ্ট দেয়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। হয়তো ভাবছেন আমি এসব কেন বলছি? আবার অনেকেই বলেছেন নিজে অনুভব না করে অন্যকে উপদেশ দেয়া অনেক সহজ।

বিশ্বাস করুন , আমি যা কিছু আপনাদের বলি তা আমার অভিজ্ঞতার আলোকে আলোকিত হয়ে জেনেছি। এবং তা আপনাদের মাঝে শেয়ার করি। আমাকে আজকের আমিতে আসতে অনেক কাঠ খর পোড়াতে হয়েছে। আমাকেও অনেক কটূক্তি শুনতে হয়েছে। আমি কি করেছি জানেন? অন্যের ছুঁড়ে দেয়া ঢিল জমিয়ে প্রাসাদ গড়েছি। কারন আমি আমার মন এবং অন্তর কে সমন্বয় করে পথ তৈরি করে এগিয়েছি।

আমি অনেক বড় স্বপ্ন দেখতাম। তারপর সেই সপ্ন অনুযায়ী আমি এগিয়েছি। অনেক ধৈর্য এবং অধ্যবসায় আমাকে পৃথিবীর অন্যতম দেশের গুরত্ব পূর্ণ দায়িত্ব নিতে সাহায্য করেছে। আমেরিকার হোমল্যান্ড সেকুরিটির মত স্থানে দায়িত্ব পালন করছি। আমার অফিস এমন এরিয়াতে যেখানে আমরা কয়েকজন মাত্র ঢুকতে পারি। কেন এটা ??

কারন আমরা নীতিবান, বিশ্বস্ত মানুষ। যাই হোক এসব এজন্য বললাম তার কারন , জীবনের এই মঞ্জিলে এসে এটা জেনেছি মন, অন্তর এবং আত্মাকে কষ্ট দিতে নেই। আমি জানি যখন আপনাদের কষ্ট অনেক তীব্র আমার কথা শুনতে আপনাদের ভাল লাগবেনা। তবে হ্যা আমার কথা আপনাদের আশাকে ফিরিয়ে আনতে পারে। আর আমি এটাই করতে চাই। আপনাদের আশাকে বাঁচিয়ে রাখতে চাই। আমারা সবাই অসীম শক্তির অধিকারী। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার মাঝে কত শক্তি লুকিয়ে আছে।

আপনার আত্মা আপনাকে প্রতিটি মুহূর্তে নিঃশর্ত ভালবাসা দিয়ে বাঁচিয়ে রেখেছে। সে কি আমাদের কষ্ট পাবার যোগ্য? কখনই না। আপনাকে উঠে দাড়াতে হবে। লড়তে হবে। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, ইতিবাচক হতে হবে, সুন্দর ভাবনা ভাবতে হবে যা আপনার মনে অনাবিল আনন্দ এনে দেবে। আপনার আত্মাকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। আর আপনি যখন সুখি কেবল তখন ই অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে উপকার করতে পারবেন। আপনার মনের উপর আপনার কষ্ট অথবা সুখ নির্ভর করে। আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের সৃষ্টি করতা আমাদের তত টুকুনই  কষ্ট দেবেন যতটা আমরা সয্য করতে পারি। ছোট ছোট কষ্টের বিনিময়ে আমাদের তিনি বৃহত্তর ভাল কিছু দিয়ে থাকেন। তাই সেই ভাল প্লানের উপযোগী করে তিনি আমাদের  ট্রেইনিং দিয়ে থাকেন। আসলে জীবন বড্ড ছোট কারন পৃথিবীতে তো আমরা

বেড়াতে এসেছি। আমাদের আসল বাড়ি এটা নয়।  তাই বলি কি স্বল্প কালীন ভ্রমনকে উপভোগ করুন।    আত্তাকে শান্তি দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভাল রাখুন ।

15871935_1234938023248953_4956929941751469986_n

সুখ

সুখ জিনিস টা খুব একটা কঠিন ব্যপার নয়। সুখ সর্বত্র ছড়িয়ে আছে। আমি সুখকে দেখতে পাই প্রজাপতির ডানায় , বন্ধুর হাসিতে, ফুলের অপরূপ সৌন্দর্যে, অনুভব করি ফুলের সুগন্ধে।
আসলে কি জানতো আমরা যদি এটাকে দরকারি
প্লান এর মধ্যে রাখি সুখ সত্যিই খুবই সহজ জিনিস। সকালে ঘুম থেকে উঠে যখন আমরা প্লান তৈরি করি তাতে আমরা কখন শপিং করবো, কি ব্রেকফাস্ট করব, কি লাঞ্চ করব, কখন লন্ড্রি করবো এসব আমাদের লিস্ট এ রাখি। সুখ এবং মনের শান্তি হোল আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় অথচ সে বিষয়টা আমরা লিস্ট এ অন্তর্ভুক্ত করিনা।
তোমরা কি একবারও আজ ভেবেছো আজ কি করলে তোমার মন সুখী হবে? কি তোমার মনকে আনন্দিত করবে? সেটা কি তোমার লিস্ট এ আছে?
যে সব জিনিস আমাদের মনকে আনন্দিত করে, মনে প্রশান্তি এনে দেয় ,তা আমাদের বেশি বেশি করে করা উচিৎ। আমাদের শরীর সুস্থ রাখার পাশা পাশি মনের শান্তির দিকে খেয়াল রাখাটা খুব ই জরুরী।
এতে হবে কি মনের শান্তি এলে আমাদের আত্মা তৃপ্তো হবে। আমি বিশ্বাস করি
আত্মা যখন শান্ত হয় তখন সত্যিকার সুখ আমাদের জীবনকে সুন্দর করে তোলে !! সবার জীবন সুখী হোক, মঙ্গলময় হোক !! ! ~ CR

15350576_1216496385097367_698772048789307313_n

শৈল্পিক সাধনার সাথে মনের সমৃদ্ধি ও অত্যন্ত জরুরি।

আমি জানি বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য হাজার বছরের বেশি পুরনো। আমি লক্ষ্য করলাম বাংলাদেশ এবং পশ্চিম বাঙলার বেশীর ভাগ মানুষ কবি, লেখক এবং গানের শিল্পী 🙂 খুঊঊঊব ভাল লাগে তাদের লেখা
পড়তে এবং তাদের গান শুনতে কিন্তু একটা জিনিস সব ভাল লাগা পণ্ড করে দেয় যখন দেখি তাদের অনেকে অন্যকে হেয় করে দেখে। আমি খুবই সাধারন মানুষ। তাদের মত সুন্দর সাবলিল ভাবে লিখতে বা গাইতে আমি পারিনা।
তবে আমি বিশ্বাস করি যারা সঠিক ভাবে গানের রেওয়াজ করে তাদের অন্তর অহংকারকে পরিষ্কার করে দেয়। আবার যারা অন্তর নিংড়ে লিখে তারা অন্তরের সব ভালো মন্দ লেখায় ঢেলে দেয় তাই ময়লা জমতে পারেনা। আমার ধারনা ভুল হোল কি করে??? তার মানে কি তারা তাদের অন্তরের গভীরে সুরের ধারা এবং ভাবনার ধারা স্পর্শ করায় না???? একজন লেখক, একজন গায়ক এবং একজন কবির অনেক বড় দায়িত্ব। তাঁদের লেখা এবং গান সমাজের বহু  ঘুণে ধরা নিয়ম পাল্টেছে। তারা হলেন অন্যের অনুপ্রেরনা। মানুষ তাদের কাছে শিখে, মনের অজান্তে তাদের দ্বারা অনুপ্রানিত হয়। আসলে সংস্কৃতি হোল মানুষের জীবনের দর্পণ। সংস্কৃতি এবং কৃষ্টি একটি জাতির শেকড়। এই শেকড়্কে পরিচর্যা করতে হলে মনকে সুন্দর করতে হবে। একজন শিল্পি বা লেখকের শৈল্পিক সাধনার যেমন প্রয়োজন, তেমনি মনের সমৃদ্ধি ও অত্যন্ত জরুরি। মনকে শান্ত পর্যায়ে নিয়ে ভেবে দেখবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

11

 

বন্ধু

হাজার হাজার মানুষের মাঝে আপনি যাকে পাশে পাবেন, আপনার মনের কথা বলতে পারবেন কেবল তাকেই বন্ধু হিসেবে গ্রহন করুন ।~CR

l-216514

 

বন্ধু

হাজার হাজার মানুষের মাঝে আপনি যাকে পাশে পাবেন, আপনার মনের কথা বলতে পারবেন কেবল তাকেই বন্ধু হিসেবে গ্রহন করুন ~CR#1105

images

ভালবাসা বড়ই শক্তিশালী

ভালবাসা বড়ই শক্তিশালী ! এই শক্তি মানেনা কোন বাধা।, মানেনা কোন সমাজের নীতিমালা, মানেনা কোন জাত, মানেনা ধর্মের শাসন। ভালবাসা নামক শক্তি সমস্ত যুক্তিকে খড় কুটার মত ভাসিয়ে নিয়ে গেছে যুগ যুগান্তর ধরে। আমারতো মনে হয়, এই বাধা গুলো ভালবাসার শক্তিকে আর শক্তিশালী করে তুলতে সহায়তা করে। CR#1101

bio

 

মানব মন

সত্যি মানব মন বড় ই বিচিত্র। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের মন কে বোঝা যায়না। এই মনের রঙ বদল হতেই থাকে। এ যেন জলের ওপর আঙ্গুল বুলিয়ে ছবি আকা।  আকাশের রঙ যেমন মুহুরতে মুহুরতে পালটায় তেমনি মানব মনেরো রঙ বদলের প্রক্রিয়া  অনবরত চলতে থাকে। বড়ই রহস্যময়!! CR#1100

bio