#জীবন

আমার মনে হয় কি আমাদের জীবনটা তারার মতন। জ্বলতে জ্বলতে এক পর্যায়ে আমরা বিস্ফোরিত হই । আমরা ভাবি এখানেই আমাদের জীবন বুঝি এখানেই শেষ। কিন্তু তা নয়। এই বিশফরনের মধ্য দিয়ে আসলে আমরা পরিবর্তিত হয়ে যাই সুপার নোভার মতন। আমরা নিজের দিকে যখন তাকাই ! এই বিস্ফোরিত রূপটা আগের চেয়ে আর বেশী অপরূপ হোয়ে উঠে। কষ্ট পেলে হতাশ হতে নেই। কষ্টের পরে যে পরিবর্তন আসে সেটা অনেক সুন্দর হয় সোনা পুড়ে খাঁটি হয় !! কষ্টে ভেঙ্গে পড়না বরং কষ্টের অনুভূতিটাকে উপভোগ করো । আল্লাহর উপর বিশ্বাস রাখো  ~CR1055

www

 

বাল্য বিবাহ

আমাদের দেশে  এবং একজন মেয়ের বিয়ে হলে,মেয়েটি নিজের আপনজন রেখে সম্পূর্ণ অজানা অচেনা পরিবারে চলে যায়। একেতো মেয়েটি সম্পূর্ণ একা, স্বজন হারানোর বেদনায় ভোগে, তার ওপর অন্য পরিবারটি তার জন্য তৈরি করে রাখে বিভিন্ন পরীক্ষা। রূপের পরীক্ষা, রান্নার তুলনা, টাকার পরীক্ষা, আরো অনেক কথার খোঁটা, এমন কি মানসিক এবং শারীরিক নির্যাতন। এভাবে মেয়েটা মনের দিক থেকে ভীষণ অসহায় হয়ে পরে। এভাবে তার স্বপ্ন গুলো একে একে নিঃশেষ হতে থাকে। মনের অনেক আশা অকালে বিনষ্ট হতে হতে মেয়েটি তার আত্ম বিশ্বাস হারিয়ে ফেলে। আসলে নতুন বউটির জন্য দরকার অন্য পরিবারটির ভালবাসা। মেয়েটিকে ভালবাসা দিয়ে আপন করে নেয়া। আমরা যখন নিজের মেয়েটি অন্য পরিবারে যায় তাঁকে কেউ যদি এভাবে আচরণ করে তাহলে কেমন লাগবে একথা ভাবি এবং ঠিক সেভাবে এই মেয়েতটিকে আপন করে নেই তাহলে অনেক প্রতিভা বিকশিত হতে পারত। আসুন না আমরা এ বেপারে উদার হতে শিখি। রক্তের সম্পরকের মত ভাল বাসার সম্পর্ক অনেক মজবুত করে গড়ে তুলি। #CR1045

9

কন্যা পণ সমাজের একটা ব্যাধি

কন্যা পণ সমাজের একটা ব্যাধি। আজ ও কন্যা সন্তানের পিতা মাতা কন্যা সন্তান জন্ম দিলে নিজেকে অপরাধী অথবা চিন্তিত হয়ে পরেন। অনেক পিতা মাতা এই ভয়ে ভ্রুন হত্যা করতে দ্বিধা করেন না। একবিংশ শতকে এসেও তৃতীয় বিশ্বে কন্যা পনের জন্য ছেলের বাবা মা পুত্রবঁধু কে পাশবিক ভাবে অত্যাচার করে । আসুন না আমরা যারা সচেতন এ বেপারে উদার হতে চেষ্টা করি এবং ধীরে ধীরে এসব কুসংস্কার কে বিলুপ্ত করে সুন্দর ভাবে আমাদের মেয়েদের কে সমান ভাবে বেড়ে উঠতে সাহায্য করি।  #CR1044

 

9

সাহায্য

সমাজের কল্যাণ করার জন্য বিশাল এক বাহিনী নিয়ে করতে হবে তা নয়। আপনি প্রতিদিন মনে নিয়ত করবেন আমি নিজে ভাল থাকব, আমার পরিবার কে ভাল রাখব। তারপর অন্যের জন্য আমার সাধ্যমতো সাহায্য করব। প্রতিদিন অন্তত একটা কাজ করুন কোন প্রত্যাশা ছাড়া ,যেটা সম্পুরন নিঃস্বার্থ। এভাবে সবাই আমরা যদি শুরু করি। সমাজের ১০ জন দশটা ভাল কাজ করবে। আমাদের মনোযোগ ভাল কাজের দিকে সংযুক্ত থাকবে। খারাপ কাজ ধীরে ধীরে কমে যেতে থাকবে। আমাদের মনে শান্তি আসবে। আমাদের মন উদার হতে থাকবে। হিংসা বিদ্বেষ নামক খারাপ রিপু গুলো লোপ পেতে থাকবে। আসুন না শুরু করি।  #CR1041  

1505422_644468345675301_4236478611734528309_n

জ্ঞান

বয়স দিয়ে বিজ্ঞ ব্যক্তির পরিচয় বিচার করা ঠিক নয়। জ্ঞানের পরিধি দিয়ে বিচার করো । #CR18

Life

Life is very short. We are here on this planet as a visitor. Our main goals in our lives should be getting well prepared for the last day. The legacy we leave is not just in our control but in the quality of our lives. What preparations are we doing? We should not waste our time that God has given us each day. So Choose LOVE, kindness, prays to God and repents  CR#1310881507_630388563749946_1771290806400169343_n